মুক্তি পেলো রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি

 

Resident Evil: Welcome to Raccoon City রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রাক্কুন সিটি হলো সারভাইভাল হরর জোম্বি ফিল্ম।

সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু র্যাকুন সিটি ছবির ৭ম কিস্তির নতুন ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্সের ইউটিউব চ্যানেলে।


মুক্তির সাথে সাথেই আলোচনা সমালোচনার তুঙ্গে রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি।


জনপ্রিয় হরর ভিডিও রেসিডেন্ট ইভিল (Resident Evil) এর ভিডি গেম ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে নির্মিত লাইভ-অ্যাকশন ছবি




রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটির কাহিনি রাক্কুন সিটির মধ্যে সংঘটিত হয়। 


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটির মূলে ক্লেয়ার রেডফিল্ড, লিওন কেনেডি, জিল ভ্যালেন্টাইন এবং ক্রিস রেডফিল্ড সহ সবাই মিলে ছাতা কর্পোরেশনের মধ্যকার দ্বন্দ্ব হচ্ছে তারা কিছু সময় কাটাবে একটি ভয়ঙ্কর প্রাসাদে। যেখানে রয়েছে ভয়ংকর সব জম্বি, যাদের থেকে পালাতে ও মেরে ফেলতে হবে।


তখন বেঁচে থাকা এই দলকে অবশ্যই ছাতার পেছনের সত্যকে উন্মোচন করতে এবং রাতের মধ্যে এটি তৈরি করতে একসাথে কাজ করতে হবে।


একসময়কার ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানী আমব্রেলা কর্পোরেশনের ল্যাব ছিলো রাক্কুন সিটিতে, সেই রাকুন সিটি এখন একটি মৃতপ্রায় মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর। 



 এর আগে রেসিডেন্ট ইভিল: ইনফিনিট ডার্কনেস এবছরই জুলাই মাসে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়। 


ওয়েলকাম টু রাক্কুন সিটির রিলিজের আগে আপনি চাইলে রেসিডেন্ট ইভিল ইনফিনিট ডার্কনেস দেখতে পারেন। 

তাছাড়া রেসিডেন্ট এভিল ফিল্ম সিরিজের বাকি ছয়টি ছবি ও দেখে নিতে পারেন। 



রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি ২৪ সেপ্টেম্বর, ২০২১ সালে থিয়েটারে মুক্তি পাবে। তার কিছুদিন পরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটির ডিরেক্টর হিসেবে রয়েছে জোহানেস রবার্টস।


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি ছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে জোহানেস রবার্টস ও গ্রেগ রুসো। এর আগে গ্রেগ রুসো বাংলাদেশের রাজধানী ঢাকা কে নিয়ে নির্মিত এক্সট্রাক্সন( Extraction) ছবিতে জো রুসো ও অ্যান্থনি রুসো ছবিতে চিত্রনাট্যের কাজ করেছে।


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটির প্রযোজক হিসেবে রবার্ট কুলজার, মার্টিন মসকোউইচ, 

হার্টলি গোরেনস্টাইন এবং জেমস হ্যারিস রয়েছে।


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি ছবিতে অভিনয় করেছেন কায়া স্কডিলারিয়ো (ক্লেয়ার রেডফিল্ড) চরিত্রে, হান্নাহ জন (কামেন)চরিত্রে, জিল ভালেনটাইন (অ্যাভান জোগিয়া) চরিত্রে, লিওন এস কেনেডি (রবি এমেল) চরিত্রে, ক্রিস রেডফিল্ড (লিলি গাও) চরিত্রে, আদা ওয়াং (টম হপার) চরিত্রে, অ্যালবার্ট ওয়েস্কর (স্টেফানি হকিন্স) চরিত্রে অভিনয় করেছেন। 


প্রোডাকশন কোম্পানি হিসেবে কনস্টাটিন ফিল্ম (Constantin Film) ও সনি পিকচার্স (Sony Pictures) যৌথ ভাবে বিনিয়োগ করেছে।


রেসিডেন্ট এভিল ওয়েলকাম টু রাক্কুন সিটি ছবির বাজেট আনুমানিক $৪০ মিলিয়ন ডলার। 

ধারনা করা হচ্ছে ছবিটি প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করবে। ধারনা সত্যি করতে অপেক্ষার প্রহর গুনতে হবে নভেম্বর মাসের ২৪ তারিখ পযন্ত। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন