করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো এসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী



আফ্রিকার রাজতান্ত্রিক দেশ এসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 


তিনি রোববার প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


দেশটির সরকার এক বিবৃতিতে দলামিনির তথ্য জানিয়েছে।


প্রায় চার সপ্তাহ আগে ৫২ বছর বয়সী প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি করোনায় আক্রান্ত হয়। 


দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু এক বিবৃতিতে বলেন, জাতিকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি অসময়ে চলে গেছেন।


গত মাসের মাঝামাঝিতে দলামিনি ঘোষণা দেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। 


তিনি ভালোবোধও করছেন, উপসর্গ নেই বলে ও তখন  জানিয়েছিলেন।


তবে ১ ডিসেম্বর করোনা থেকে দ্রুত মুক্তি পেতে দক্ষিণ আফ্রিকায় যান দলামিনি।


তখন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, দলামিনির অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় স্বাভাবিক সাড়া দিচ্ছেন।


এসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালের নভেম্বরে নিয়োগ পান দলামিনি। দলামিনি এর আগে একটি টেলিকম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


কিংডম অব এসওয়াতিনি আনুষ্ঠানিকভাবে সোয়াজিল্যান্ড নামে পরিচিত। জানা যায় দেশটিতে ৬ হাজার ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১২৭ জন। অন্য দিকে দেশটির মোট জনসংখ্যা মাত্র ১২ লাখ।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন