অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু: ভাড়া দিগুণ

 



কাঠালবাড়ী-মাওয়া নদীপথে লকডাউনের পর লঞ্চ-ফেরী চলাচল শুরু হয়েছে। 

লঞ্চ গুলো আগের চেয়ে কম যাত্রী নিয়ে যাত্রীদের পারাপার করছে। 

তবে আগের তুলনায় ভাড়া দিগুণ করে নেওয়া হচ্ছে। 


যেখানে আগে ভাড়া ছিলো কাঠালবাড়ী ৩০ টাকা থেকে ৩৫ টাকা 

আর মাওয়া ৪০ টাকা। 

সেখানে এখন নেওয়া হচ্ছে কাঠালবাড়ী লঞ্চ ঘাট থেকে ৫৫ টাকা যা আগের তুলনায় প্রায় দিগুণ। 


আবার, মাওয়া লঞ্চ ঘাট থেকে যাত্রী প্রতি নেওয়া হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকার মত। 


লঞ্চ ঘাট কতৃপক্ষ বলছে আমরা সবধরনের নিয়ম মেনেই যাত্রীদের পারাপার করছি। 


যাত্রীদের কাছ থেকে জানা যায় যে, 

তারা অধিকাংশ যাত্রীই লকডাউনে কাজ হারিয়েছে 

তাদের পক্ষে দিগুণ ভাড়াটা একটু সমস্যাই হয়ে গেছে। 




إرسال تعليق

أحدث أقدم