গ্রামাঞ্চলে ক্লিন ফিড ছাড়াই চলছে বিদেশি চ্যানেল

শহরাঞ্চলে ক্লিন ফীড চ্যানেল প্রচারের লক্ষ্যে রাস্তায় নেমে ম্যাজিস্ট্রেট কোট করা হলেও গ্রামাঞ্চলে এখনো অহরহ চলছে ক্লিনফীড ছাড়া বিদেশি চ্যানেলগুলো।

তার মধ্যে রয়েছে ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এনিমেল প্লানেট,  

ছোটদের কার্টুন চ্যানেল নিকলোডিয়ান, সনি ইয়াহ,

মুভি চ্যানেল স্টার মুভি ওয়ার্ল্ড, একশন মুভিস, এন্ড ফ্লীক্স, এএক্সএন। 


নানা অভিযোগে ভরা ভারতীয় জি-বাংলা এখনো গ্রামাঞ্চলে অহরহ চলছে। 

শহরে ক্লিনফীড চ্যানেল চালানোর দায়ে ক্যাবল অপারেটরদের জরিমানা করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গ্রামাঞ্চলের ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে। 

এখনো গ্রামাঞ্চলের ক্যাবল অপারেটররা নিরবিচ্ছিন্নভাবে বিদেশি চ্যানেল গুলো কোন ক্লীন ফীড ছাড়াই চালাচ্ছে।


 এখনো কেন গ্রামাঞ্চলে ক্লিন ফিড ছাড়াই টিভি চ্যানেল চালাচ্ছে ক্যাবল অপারেটররা তার কোনো কারণ নেই। 

হয়তো গ্রামাঞ্চলে ম্যাজিস্ট্রেট কোট হয় না বলেই ক্যাবল অপারেটররা কোনো বাধা ছাড়াই বিদেশী চ্যানেলের ক্লিনফীট ছাড়াই প্রচার করছে।

কয়েকদিন আগেও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, আজ থেকে কেউ বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফীড ছাড়া বাংলাদেশে কোন বিদেশী চ্যানেল চালাতে পারবে না। 

কেবল অপারেটররা যদি তারপরেও চালায় তাহলে কেবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়াও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান বাংলাদেশের সরকার এই পদক্ষেপ থেকে এক ও পিছ পা হবেন না। 

তার সাথে কিছুদিন পরেই কেবল অপারেটরদের সংগঠন কোয়াব হুমকি দিয়ে জানান যদি বাংলাদেশে বিদেশি চ্যানেল না চালাতে দেওয়া হয় তাহলে তারা সকল ক্যাবল অপারেটরদের নিয়ে আন্দোলন করবে।

পরবর্তীতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান যদি কেউ সরকারের বিরুদ্ধে যায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের সরকারকে কেউ হুমকি দিতে পারে না। এটা আইনত দন্ডনীয় অপরাধ। অনেক ক্যাবল অপারেটর রয়েছে যাদেরকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দিব।  এ কথা বলার কিছুদিন পর কেবল অপারেটর সংগঠন তাদের নিজস্ব বক্তব্য থেকে সরে আসেন।

কেবল অপারেটররা এখনো বিদেশি চ্যানেল গুলো খুব খুব করে প্রচার করছে বেশির ভাগ করে গ্রামাঞ্চলে। 

এখনো ক্লিন সীড ডিজিটাল আইন কার্যকর করা হয়নি। 

এ নিয়ে সাধারণ মানুষের ভিতরে একটি আশঙ্কা কাজ করছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

কয়েকদিন আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে বিদেশি ক্লিনফীড ছাড়াই চ্যানেল চালানোর দায়ে কয়েকটি কেবল অপারেটরদের ৫০হাজার টাকা করে জরিমানা করলেও গ্রামাঞ্চলে এখনো কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালায় নি যার কারণে গ্রামাঞ্চলে এখনো চলছে টিভি ক্লীনফীড ছাড়া বিদেশি চ্যানেলগুলো।

আমাদের কয়েকটি ছবিতে দেখানো হয়েছে কিভাবে বিদেশে চ্যানেলগুলো ক্লিন ফীড ছাড়াই চলছে।

إرسال تعليق

أحدث أقدم