কাতার ফুটবল বিশ্বকাপের কয়েকটি স্টেডিয়ামের জানা অজানা তথ্য ২০২১

আসছে ফুটবল বিস্বকাপ ২০২২। এবারের বিশ্বকাপের আসর বসবে ২১,৯৪,৮১৭ জনগনের দেশ কাতারে।

আর এই বিশ্ব কাপকে সামনে রেখে কাতার বানাচ্ছে বিশাল বিশাল স্টেডিয়াম। তো চলুন কাতার বিস্বকাপের কয়েকটি স্টেডিয়ামের এক ঝলক দেখে নেওয়া যাক। 

এক নাম্বারে রয়েছে লুসাইল স্টেডিয়াম। কাতারের রাজধানী দোহা থেকে ১৬ কিলোমিটার দূরে  লুসাইল শহরে অবস্থিত এই লুসাইল স্টেডিয়ামে প্রায় ৮৬ হাজার দর্শক একসাথে ফুটবল খেলা দেখতে পারবে। 

অবাক করা বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টোডিয়াম ও এই লুসাইল স্টেডিয়াম। 

এই স্টেডিয়ামেই কাতার ২০২২ বিস্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 


দিত্বীয়তে রয়েছে আল খৈর শহরে অবস্থিত আল বায়াত স্টেডিয়াম। 

যেখানে একসাথে ৬০ হাজার দর্শক আরামসে ফুটবল খেলা উপভোগ করতে পারবে। 

জানা গেছে যে এই স্টেডিয়ামের প্রায় ৩০ হাজার সীট উন্নয়নশীল দেশ গুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে। 

এই আল বায়াত স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। 


তৃত্বীয় স্থানে রয়েছে দোহার এডুকেশন সিটি তে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে প্রায় ৪৫,৩৫০ জন দর্শক একসাথে ফুটবল খেলা দেখতে পারবে। 

কাতার জানিয়েছে যে এই স্টেডিয়ামের ২৮,০০০ হাজার সীট যারা স্টেডিয়াম বানানোর সাথে জড়িত দেশ গুলোর কাজে দান করা হবে। 

চতুর্থ স্থানে রয়েছে আল ওয়াকরাহ স্টেডিয়াম। 

আল ওয়াকরাহ সিটিতে অবস্থিত এই স্টেডিয়ামে একসাথে প্রায় ৫০,০০০ থেকে ৪৫,০০০ হাজর দর্শক ফুটবল খেলা দেখতে পারবে।

আজকের পর্ব পযন্ত ছিলো দেখা হবে আবার দ্বিতীয় পর্বে, ততক্ষণ পযন্ত অপেক্ষা করুন ভালো থাকু সুস্থ থাকুন।

إرسال تعليق

أحدث أقدم