ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াইটস্যাপ বন্ধ কত টাকা ক্ষতি হলো কতৃপক্ষের

ইনস্টাগ্রাম, হোয়্যাটস্যাপ ও ফেসবুকের সার্ভার বন্ধ।

সাধারনত ফেসবুকের মতো টেকজায়ান্ট সাইটগুলো বন্ধ হয় না। কিন্তু তবুও, এমন কিছু দুঃসময় আছে যখন ফেসবুক বন্ধ হয়ে গেলো বা সার্ভার বন্ধ হয়ে গেলে। 


একজন ব্যবহারকারী হিসাবে, আপনি সেইসব ক্ষেত্রে মন খারার করতে পারেন যে আপনি আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ব্যবহার করতে পারতেছেন না। 

কিন্তু, এটা আসলে ফেসবুকের জন্য আরও খারাব বিষয়। 

সবচেয়ে মজার কথা হলো কখনও কি ভেবেছেন যে ফেসবুক ১ মিনিটের জন্য বন্ধ থাকলে সয়ংক্রীয় ফেসবুক কোম্পানি কত টাকা ক্ষতি হয়। 

হয়ত অনেকেই ভাবেন নি বা কেউ কেউ হয়ত ভেবেছে। 

একটি রিপোর্ট বলছে যে, শুধু মাত্র ফেসবুক বন্ধ থাকলে ফেসবুকের প্রতি মিনিটে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা ইনকাম করা হয় না ফেসবুকের । ২০১১ সালে যখন ফেসবুক প্রায় ২০ মিনিটের মত বন্ধ ছিলো তখন তারা সেই সময়ের মধ্যে প্রায় ৪ কোটি টাকা ইনকাম থেকে বঞ্চিত ছিলো। 

আর আজকে তো সেই সন্ধ্যা থেকে বর্তমান সময় ১১ঃ৪০ মিনিট পযন্ত ফেসবুক বন্ধ। 

তাহলে একটু ভেবে দেখুন তো কত টাকা আয় করা থেকে ফেসবুক বঞ্চিত। তার সাথে তো ফেসবুকের অঙ্গপ্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়্যাইটস্যাপ এর আয়ের হিসেব টা বাদই দিলাম। 

إرسال تعليق

أحدث أقدم