পাঁচ বছরের জেল হতে পারে পরিমনির


মাদক মামলায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে সি আই ডি। খুব শিগগিরই জানা যাবে অভিযোগ পত্র দাখিল করার কারনগুলো। অভিযোগে অভিযুক্ত হলে পরিমনির এক বছর থেকে পাঁচ বছর পযন্ত জেল হতে পারে। 

পরীমনি ছাড়াও দুই জনকে আসামি করা হয়েছে। তাদের একজনের না দিপু ও কবির । ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোস্তফা কামাল ।রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনি কে আটক করা হয়। ২৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। মামলার চূড়ান্ত রায় হওয়া পযন্ত পরীমনি জামিনে থাকতে পারবেন বলে জানা যায়।

মাদক মামলায় কতদিন জেলে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছে চিত্র নায়িকা পরিমিন।


রাব পরিমনি কে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নেয়। 


রিমান্ডের পর পরিমনি কে নিয়ে যাওয়া হয় আদালতে। 

তারপরে প্রায় ১মাস কারা ভোগ করার পর জামিনে মুক্তি পায় পরিমনি। 

আটক অবস্থায় রাব পরিমনির বাসা থেকে অবৈধ বিদেশি মদ ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করে। 

গ্রেফতারের পরই পুলিশের একজন গোয়েন্দার সাথে তার ঘনিষ্ঠ মূহুর্ত ভাইরাল হয়। 

এ নিয়ে দেশে প্রচুর আলোচনা সমালোচনা করা হয়। 

এগুলো নিয়ে পিআইবি কে অভিযোগ খতিয়ে দেখার আহ্বান করা হয়। যা এখন চলাধীন।

মুক্তির পর আদালত পরিমনির জব্দকৃত আলামত ফেরত দিতে পুলিশ কে নির্দেশ দেয়। 

যথাযথ ভাবে পুলিশ পরিমনির আটককৃত প্রায় ১৭টি আলামত ফিরিয়ে দেয়।

পরবর্তীতে পরিমনি সংবাদ সম্মেলন করে "প্রীতিলতা" ছবিতে অভিনয় করার ঘোষনা দেয়। খুব শিগগিরই "প্রীতিলতা" ছবির শুটিং হবে বলে জানা যায়। 

বর্তমানে পরিমনি তার নিজ বাসায় অবস্থান করছে। 

إرسال تعليق

أحدث أقدم