গলুই সিনেমার বাজেট ২কোটি টাকা ৬০ লাখ নয়



'গলুই' সিনেমার বাজেট ৬০ লাখ নয় ২ কোটি টাকার কাছাকাছি। 

গলুই সিনেমা নিয়ে পরিচালক খোরশেদুল আলম খসরু জানায় যে গলুই সিনেমার জন্য সরকারী অনুদান পেয়েছেন ৬০ লক্ষ টাকা।

তিনি জানান যে, তার মানে এই নয় যে এই ৬০ লক্ষ টাকার মধ্যেই গলুই সিনেমা বানানো যাবে যাবে।

তিনি বলেন, শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার। আর তাকে নিয়ে ৬০ লক্ষ টাকায় বাংলা সিনেমা নির্মাণ সম্ভব নয়। তার প্রতি সিনেমার পারিশ্রমিকই হলো ৬০ লক্ষ টাকা। তাই শুটিং করতে গিয়ে মনে হচ্ছে 'গলুই' সিনেমাটি শেষ করতে গিয়ে বাজেট দাঁড়াবে প্রায় দুই কোটির কাছাকাছি। আর এই অনুদান টা কে আমরা দেখছি সরকারের স্পন্সর হিসেবে।

'গলুই' যে আয়ােজনের সিনেমা এতে কোনােভাবেই ৬০ লক্ষ টাকার মত এত কম বাজেটে শেষ করা সম্ভব নয়। 

আর আমি যখন অনুদানের জন্য চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটি টাকার উপরে। 

কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম এখন হয়ত বাজেট আরো বাড়ানো লাগবে। 

আমি এখন ধরেই নিয়েছি 'গলুই’ সিনেমার বাজেট প্রায় দুই কোটির কাছাকাছি পৌছে যাবে। এসবই বলেছেন বাংলাদেশে গুনী নির্মাতা ও পরিচালক খোরশেদ আলম খসরু।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে ধড়তে চাচ্ছে পরিচালক অলিক।কয়েকদিন আগে থেকেই টাঙ্গাইলে সিনেমার শুটিং শুরুর পর জামালপুরের বিভিন্ন এলাকায় শুটিং করা হয় গলুই সিনেমার। শুটিং শেষ হলে ঝালকাঠিতে শুটিংয়ের পরিকল্পনার কথা বলেছেন প্রযোজক এস এ অলিক। ছবিতে প্রযোজক হিসেবে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া ৬০ লক্ষ টাকা ছাড়াও প্রযোজক হিসেবে রয়েছে খোরশেদ আলম খসরু। 

এর আগেও পরিচালক এস এ অলিকের

পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলো নায়িকা পরীমনি। 

পরিচালক এস এ অলিকের পরিচালনায় পূজা চেরীর প্রথম সিনেমা হতে যাচ্ছে 'গলুই"।

তাছাড়া ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ও এটা পূজা চেরীর প্রথম ছবি। 

إرسال تعليق

أحدث أقدم