কাতার বিশ্বকাপের কয়েকটি স্টেডিয়াম সম্পর্কে মজার তথ্য ২০২১ || Unknown Facts In Qatar Football World Cup 2022

যতই দিন যাচ্ছে ততই কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত দিন ঘনিয়ে আসছে। বিশ্বের সবচেয়ে বড় খেলা ফুটবল বিশ্বকাপ। ২০২২ সালের ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে কাতারে। আর এবারের আয়োজক হলো মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। অর্থনেতিক ভাবে তেল সমৃদ্ধ দেশ কাতার এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে সাজিয়েছে তাদের হোম গ্রাউন্ড মাঠ। আজকে আমরা জানবো কাতার ২০২২ সালের কয়েকটি স্টেডিয়াম সম্পর্কে তো চলুত শুরু করা যায়। 

লুসাইল স্টেডিয়াম: চতুর্থ কাতার 2022 স্টেডিয়ামটি আমির কাপ ফাইনালের জন্য উন্মুক্ত ২০২২ সালের বিশ্বকাপে কাতার ও ফিফা দু'বছর উদ্বোধন করবে।৪০,০০০-ক্ষমতা সম্পন্ন ভেন্যুটি ১ রাউন্ড পর্যন্ত সাতটি বিশ্বকাপ ম্যাচ আয়োজন করবে।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম; খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে একসাথে প্রায় ৪০,০০০ হাজার থেকে ৪৫,হাজার দর্শক ফুটবল খেলা দেখতে পারবে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারনক্ষমতা প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ হাজার। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামটি ২০১৭ সালের মে মাসে উদ্বোধন করা হয়। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামটি কাতারের রাজধানী দোহায় অবস্থিত। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামটি কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সালের প্রথম খেলাটির আয়োজন করা হবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ম্যাট চলাকালীন সময়ের প্লে-অফের বিভিন্ন ম্যাচগুলোর ও আয়েজন করা হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। 

আল জানুব স্টেডিয়াম এই স্টোডিয়ামে সর্বমোট ধারন ক্ষমতা প্রায় ৪০,০০০ হাজার। আল জানুব স্টেডিয়ামটি ২০১৯ সালের মে মাসে উদ্বোধন করা হয়েছে। কাতারের ওয়াকরাহ নামক স্হানে আল জানুব স্টেডিয়ামটি বানানো হয়েছে। আল জানুব স্টেডিয়ামে ১৬ রাউন্ডের ম্যাচ গুলোর আয়োজন করা হবে। 

এডুকেশনসিটি বা শিক্ষা সিটি স্টেডিয়াম। এডুকেশনসিটি বা শিক্ষা সিটি স্টেডিয়ামে একসাথে প্রায় ৪৫,০০০ হাজার দর্শক আরামসে ফুটবল খেলা দেখতে পারবে।এডুকেশনসিটির ধারন ক্ষমতা প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ হাজার। 
 এডুকেশনসিটি বা শিক্ষা সিটি স্টেডিয়ামটি ২০২০ সালে জুন মাসে করোনার মধ্যে ভার্চ্যুয়াল ইভেন্টের মাধ্যমে উদ্বোধন করা হয়। 
 এডুকেশনসিটি বা শিক্ষা সিটি স্টেডিয়াম টি কাতারের এডুকেশন সিটি শহরেই অবস্থিত। 
শিক্ষা বা সিটিএডুকেশনসিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ ২০২২সালের ফুটবল খেলার কোয়ার্টার ফাইনালের পর্বের ম্যাচ পযন্ত আয়োজন করা হবে। 

আল বাইত স্টেডিয়াম; আল বাইত স্টেডিয়ামে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার ফুটবল প্রেমীরা একসাথে ৬০,০০০ হাজার থেকে ৬৫,০০০ হাজার দর্শক অনায়াসে ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবে। আল বাইত স্টেডিয়ামটি আল খোর সিটিতে অবস্থিত। আল বায়েত স্টেডিয়ামটিতে কাতার বিশ্বকাপ ২০২২ এর সেমিফাইনালের ম্যাচ গুলো পযন্ত আয়োজন করা হবে। মজার তথ্য হলো যে, কাতার বিশ্বকাপ ২০২২ এর আয়োজকরা জানায় যে, আল বাইত স্টেডিয়ামের প্রায় ২৮,০০০ আসন টুর্নামেন্টেের সময় উন্নয়নশীল দেশগুলিতে অনুদান হিসেবে দেওয়া হবে। যাতে তারা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারে।

إرسال تعليق

أحدث أقدم